বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অন্যরকম পিকনিক উদযাপন

0

বাবা গুম হয়েছেন অনেক আগে। তখন অনেকেই ছোট।

কেউবা আবার দেখেনি বাবার মুখ। বাবার সঙ্গে যাওয়া হয়নি কোথাও।

রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিগত সময়ে গুম হওয়া কারাবন্দি বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে অন্যরকম এক পিকনিক উদযাপন করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দলটির গুম হওয়া কারাবন্দি প্রায় ২০টি পরিবারের সদস্যদের নিয়ে সারাদিন সময় কাটান তিনি।

উপলক্ষে শুক্রবার (১১ জুন) সকালে ঢাকার অদুরে কেরানীগঞ্জ আনোয়ার ম্যাজিক কিংডম রিসোর্টে যান ইশরাক। বিভিন্নরাইড, সুইমিংপুলে সাঁতার কাটা, দুপুরে খাওয়া, বিকেলে খেলাধুলার মধ্য দিয়ে ওই সব পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি অতিবাহিত করেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী।

জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, অবৈধ সরকারের সময়ে বিএনপি সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী গুমখুন হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করছেন। এদের অনেকের সন্তান তার বাবাকে, ভাইকে পাশে পাচ্ছেনা। তাদের এই কষ্ট কিছুটা লাঘব করতেই মূলত এই ছোট আয়োজন করেছি। খুব ভালো একটা সময় কাটিয়েছি। আজকের দিনটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com