সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে লন্ডন সিটি যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-দীর্ঘদিন যাবত সারা বিশ্বে চলমান মহামারী করুনার কারণে বৃটেনে জাতীয় লকডাউনের বিধি–নিষেধ অনুযায়ী স্বশরীরে সভা সমাবেশ বন্ধ থাকার পর বর্তমানে একটু শিথিল হওয়ায় সংগঠনের কার্যক্রমকে পুনরায় গতিশীল করারলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ লন্ডন সিটি যুবদলের উদ্যোগে গত ৭ই জুন ইস্ট লন্ডনেরস্থানীয় এক হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ (আকমল)’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান’র পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লন্ডন সিটি যুবদলের সিনিয়র সহ–সভাপতি মোঃ সাইফুর রহমান(জুয়েল),সহ সভাপতি মোঃ আব্দুল আজাদ,সহ সভাপতি আনোয়ার হোসেন রাজু,সহ সভাপতি দেলোয়ার হোসেন,
যুগ্ম সম্পাদক মোঃ ইশতেখার হোসেন রাসেল, সৈয়দ মামুন আহমদ,জামাল আহমদ রবি, হারুন মিয়া,সহ সাধারণ সম্পাদকনুরুস সাদিক,মোঃ এনামুল হক,রিমন আহমদ,সেলু মিয়া,মইনুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক আবু জাফর মো: সুহাগমনি,মোঃ নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন,সদস্য মোঃজাকির হোসেন,আব্দুল গফফার শাহীন,আবু জাফর পাভেল ও কামাল আহমদ প্রমুখ।
সভায় লন্ডন সিটি যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন রাজুর গর্ভধারিনী মাতা এবং সহ সাধারণ সম্পাদক সাগির আহমদ রিমনের পিতার মৃর্ত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের দেশ–প্রবাসের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।আগামী ১২ই জুলাই রোজ সোমবার কার্যকরী কমিটির ইসি মিটিংএর দিন ধার্য্য করা হয় এবং যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিমউদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে যুক্তরাজ্য যুবদলের আহবানে সকল কর্মসূচিতে লন্ডন সিটি যুবদলের প্রত্যেক নেতা–কর্মী ঐক্যবদ্ধ ভাবে অতীতের চেয়ে আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করার প্রতুশ্রুতি গ্রহণ করা হয়।