ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর ছাত্রলীগ কর্মীর হামলা

0

ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো: শাহাদাৎ হোসেন অতর্কিত হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে হামলার পর শাহাদাৎ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

হামলকারী রোম্মান মিয়া পৌর এলাকার কাজী পাড়ার রউফ মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। পাশাপাশি সৈনিক লীগের আহ্বায়ক জুম্মানের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চালুর দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে স্টেশন চত্বরে সচেতন ব্রাহ্মণবাড়িয়া বাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। যার মূলে ছিল ছাত্রলীগ।

মানববন্ধন কাভার করার জন্য অন্যদের সাথে সাংবাদিক শাহাদাৎও স্টেশন চত্বরে যান। মানববন্ধন শেষের দিকে সাংবাদিক শাহাদৎ জানতে পারেন ছাত্রলীগের এককর্মী জনৈক রেল কর্মচারীকে মারধর করেছেন। সাংবাদিক শাহাদাৎ বিষয়টি ঘটনাস্থলে উপস্থিত যুবলীগ নেতাকে অবহিত করেন। এতে ক্ষিপ্ত হন ছাত্রলীগকর্মী রোম্মান। একপর্যায়ে শাহাদাৎকে মারধর করেন তিনি।

সময় উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দিকে ঘটনার খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো: সফিউল্লাহ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঞা, সাধারণ সম্পাদক এম এইচ মাহবুব আলম, ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভন প্রমুখ প্রেসক্লাবে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান হাসপাতালে শাহাদাৎকে দেখে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসদেন।

আক্রান্ত সাংবাদিক শাহাদাৎ জানান, স্টেশনের গেট কিপার মুরাদুল ইসলামকে রোম্মান মারধর করেছে জানতে পেরে বিষয়টি যুবলীগ নেতা হাসান সারোয়ারকে জানানোয় রোম্মান তার ওপর চড়াও হন। ঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com