জিয়ার শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে আইজীবী ফোরামের খাবার বিতরণ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট মাজারপ্রাঙ্গণে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে। রোববার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতিথি হিসেবে উপস্থিতি হয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ উদ্বোধন করেন। এ সময় প্রায় ৮০০ প্যাকেট খাবার দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমাদের বহু নেতাকর্মী আহত ও নিহত হয়েছে।তারপরও গণতান্ত্রিক সংগ্রামে আমরাই জয়ী হব। তিনি গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়েআসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো: ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব–উন–নবী খান সোহেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক আবেদ রাজা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মনির হোসেন, আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।