জনগণের জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও অভিঘাত থেকে উত্তরণে জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি।
আজ শুক্রবার (২৮ মে) গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বাজেট ভাবনা তুলে ধরে এ প্রত্যাশা করা হয়।
বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট।করোনা নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না।
তিনি বলেন, হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এতোকালো টাকার মালিক হলো, জনগণ তা জানতে চায়।
করোনাকালে এতো বড় আকারের বাজেট তামাশা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।