করোনাভাইরাসের উৎস খোঁজার নির্দেশ বাইডেনের
করোনাভাইরাসের উৎস কোথায়–তা তদন্ত করে দেখতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জোবাইডেন।
এক বিবৃতিতে বাইডেন গোয়েন্দা সংস্থা গুলোকে চেষ্টা দিগুণ করার জন্য বলেছেন। এ ছাড়া ৯০ দিনের মধ্যে তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২০১৯ সালের শেষের দিকে চীনের শহর উহানে কোভিড–১৯ প্রথম শনাক্ত হয়েছিল।
বিশ্বজুড়ে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ কোটি মানুষ। এ ছাড়া মারা গেছেন অন্তত ৩৫ লাখ।
এর আগে করোনা ভাইরাসের উৎপত্তির জন্য চীনের একটি বাজারের কথা বলা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস প্রাণীথেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। তবে চীন এর তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বলেছে, যুক্তরাষ্ট্রের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে।
হোয়াইট হাউজের দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেছেন, দায়িত্ব গ্রহণের পর করোনা ভাইরাসের উৎস সম্পর্কে একটি রিপোর্ট দিতে বলেছেন তিনি।
কোনো প্রাণীর কাছ থেকে এই ভাইরাস মানবদেহে এসেছে নাকি গবেষণাগারে দুর্ঘটনা থেকে এর উৎপত্তি হয়েছে– তা জানতে চানবাইডেন।
সে রিপোর্ট পাওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন আরো বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।
বিবৃতিতে বাইডেন বলেন, এখনো পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটি সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি।
তিনি বলেন, এ বিষয়ে একটি পূণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণ–ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরণের ডেটাএবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সাথে একত্রিত হয়ে চীনের উপর চাপ প্রয়োগ করবে।
সূত্র: বিবিসি