রিজভীর শয্যা পাশে মান্না
করোনা পরবর্তী জটিলতায় অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে তার বাসায় গিয়েছেননাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আদাবরে রিজভীর বাসায় যান তিনি। এসময় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলামও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভীর সহকারী জানান, বৃহস্পতিবার সকালে রিজভীকে দেখতে যান ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি রুহুল কবির রিজভীর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। নেতৃবৃন্দ রিজভীর আরোগ্য কামনা করেন।