ঘূর্ণিঝড় ‘ইয়াস’: জনগণকে সহায়তার জন্য নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান বিএনপির

0

ঘূর্ণিঝড়ইয়াসমোকাবিলায় এবং জনগণকে সহায়তার জন্য দলের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার (২৫ মে) দলের সহদফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি আহ্বান জানান।

তিনি বলেন, ‘আবহাওয়াবিদরা যদিও বলেছেন ঘূর্ণিঝড়ইয়াসগতিপথ পরিবর্তন করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তবে এরপ্রভাব বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, ভোলাসহ অন্যান্য এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হতেপারে। এতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে তিনি এসব অঞ্চলের জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে আসার আহবান জানান। একই সঙ্গে তিনি স্থানীয় প্রশাসনেরপ্রতি সর্তক থাকতে বলেন।

এছাড়া ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে জনগণের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com