রাষ্ট্রকে গণতান্ত্রিক পরিমাপে নির্মাণ করতে হলে সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে: রব

0

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভঅর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতাকে যেকোনো মূল্যে সুরক্ষা দিতে হবে। আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সাংবাদিক সমাজ প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত হতে থাকবে।

রাষ্ট্রকে গণতান্ত্রিক মানবিক নৈতিক পরিমাপে নির্মাণ করতে হলে অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে।

শনিবার (২২ মে) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সম্পাদক মণ্ডলীর ভার্চ্যুয়াল সভায় দলটির সভাপতি আবদুর রব এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় প্রশাসনের সব স্তরে এবং আইন প্রণয়ন নীতি নির্ধারণে সাংবাদিক সমাজের অংশগ্রহণের প্রয়োজন আজ সময়ের দাবি। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামোতে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত হবে না ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিকতাও সম্ভব হবে না এবং সাংবাদিকরা পেশাগত দায়িত্ব সম্পাদনে রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত এবং পিষ্ট হতে থাকবেন।

ফলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালনে গণমাধ্যম ক্রমাগত ভাবে ব্যর্থ হতে থাকবে। তাই বাঙালির তৃতীয় জাগরণের কালে জাতি বিনির্মাণে আজ সাংবাদিক সমাজকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব এবং প্রশাসনে অংশ গ্রহণের জন্য আওয়াজ তুল তেহবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com