গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গয়েশ্বরের

0

গণতন্ত্র আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাংবাদিক ভাইবোনেরও আহ্বান জানাব, আসুন আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে ভোট ভাতের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হই। তাহলে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হবে। আইনের শাসন প্রতিষ্ঠাকরা গেলে ক্ষমতাই যারাই থাকুক কারো সাথেই সরকার অন্যায় করতে পারবে না।

শুক্রবার, মে ২১, ২০২১ জাতীয় প্রেসক্লাবেসাংবাদিক রোজিনা ইসলাম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, নারী নেত্রী নিপুণরায় চৌধুরীসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দাবিতে মহিলা দলের আলোচনা সভায় তিনি সব কথা বলেন।   

সাংবাদিকদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বুঝলাম আপনারা সরকারের দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে আপনারা লিখতে পারবেন না। তাহলে গণতান্ত্রিক আন্দোলন মানুষের ভোট ভাতের অধিকার আদায়ের পক্ষে থাকা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ রাজনীতিবিদদের বিরুদ্ধে পোস্টমর্টেম করে অসত্য লিখেন কেন?

তিনি বলেন, আজ যদি সাগররুনি হত্যার বিচার হতো তাহলে সাংবাদিক রোজিনা ইসলামকে এভাবে গ্রেপ্তার করার সাহসসরকার দেখাতে পারতো না। নারী নেত্রী নিপুণ রায় চৌধুরীকে মিথ্যা ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে।সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী কারাগারে। তাদের জামিন দেয়া হচ্ছে না। আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রামকরে সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে না পারি, এই সরকারকে সরাতে না পারি একে একে এভাবে আমাদের সবাইকে কারাগারে যেতে হবে।

মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, সাংবাদিক নেতা, আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com