সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে: খন্দকার মোশাররফ

0

সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণমাধ্যম যেবন্দি সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনা তা প্রমাণ করে বলেও  মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

গতকাল বৃহস্পতিবার (২০ মে) বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বিএনপির উদ্যোগেঅবরুদ্ধগণতন্ত্র, শৃঙ্খলিত গণমাধ্যম, মুক্তি পথ কী?’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে গণমাধ্যম বন্দি, তার ক্ষুদ্র একটি প্রমাণ সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন, হেনস্তা অপমানের ঘটনা। সর্বশেষে তাকে গ্রেফতার হতে হয়েছে। আমি মনে করি বাংলাদেশে যে সরকার রয়েছে, এই সরকার ফ্যাসিবাদী সরকার। তাদের বাকশাল শাসন প্রতিষ্ঠার ফ্যাসিবাদী চরিত্রের ক্ষুদ্র প্রতিফলন হচ্ছে রোজিনার ওপর ঘটনা।

তিনি বলেন, ‘আজকে গণমাধ্যম শৃঙ্খলিত, গণতন্ত্র বন্দি। এই সরকার মুক্তিযুদ্ধের সব অর্জনকে ধ্বংস করে দিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, জনগণের শাসন ফিরিয়ে আনতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com