দুর্নীতির গোমর ফাঁস করায় রোজিনার বিরুদ্ধে সাজানো মামলা: ড. কামাল

0

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন গ্রেফতারের নিন্দা জানিয়েছে গণফোরাম।অবিলম্বে তার মুক্তিও দাবি করেছে দলটি।

গণফোরাম সভাপতি . কামাল হোসেন দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন লাঞ্ছিত করে সাজানো মামলা দিয়ে পুলিশে সোপর্দকরা হয়েছে। ঘটনা অত্যন্ত নিন্দনীয় অগ্রহণ যোগ্য। আমরা রোজিনার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার তার অবিলম্বে মুক্তি দাবি করছি।

. কামাল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির গোমর ফাঁস আরও তথ্য সংগ্রহের কারণে রোজিনার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবাজ আমলারা কতটা বেপরোয়া ঘটনা তারই বহিঃপ্রকাশ। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারী অতিরিক্ত সচিবসহ জড়িত কর্মকর্তাকর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com