ফিলিস্তিন থেকে ২১ জনকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ

0

ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ২১ বিক্ষোভ কারীকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ। বুধবার (১৯ মে) সকালে তাদের ধরেনিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি।

স্থানীয় সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, পশ্চিম তীরের হেবরন, নেবুলাস জেনিন থেকে তিনজন বেথেলহাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, নয়দিন ধরে গাজায় ইসরায়েলি হামলায় স্থানীয় সময় বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে২২০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ৬৫ জনই শিশু। এছাড়া ৩৬ জন নারীও রয়েছেন।

ইসরায়েলের দখলদারিত্বকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছিল জেরুজালেমে। মে লাইলাতুল কদরের রাতে আলআকসায় নামাজ আদায় শেষে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে তাদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

প্রতিবাদে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। পরে তা যুদ্ধে রূপ নেয়, যাএখনও চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com