ভয় পাইয়ে দিতেই সাংবাদিকের সঙ্গে এই আচরণ: গয়েশ্বর
সরকারের দুর্নীতির বিরুদ্ধে যাতে কেউই লিখতে না পারে, তাই ভয় পাইয়ে দিতেই সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে এই আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এক বিবৃতিতে সাংবাদিক রোজিনা ইসলামের ওপর যে নির্যাতন হয়েছে তার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চিহ্নিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।
বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে সম্মানের সঙ্গে সরকার নিঃশর্ত ভাবে মুক্ত করে দেবে বলে আশা করছি। আমি মনে করি, সাংবাদিক রোজিনা ইসলামের ওপর এই নির্যাতন স্বাধীন সাংবাদিকতাকে আরও বাধাগ্রস্থ করবে।’