মওদুদ আহমদের কবর জিয়ারতে নেতাকর্মীদের ভিড়
বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ–কবিরহাট উপজেলার দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ মে) জুমার নামাজের পর তারা মওদুদ আহমদের সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন।
এসময় তারা সেখানে ফাতেহা পাঠ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এলাকাবাসী জানান, শুক্রবার জুমার নামাজের পর মওদুদ আহমদের কবর জিয়ারত করতে তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ওসমর্থকরা সেখানে ভিড় করেন। বেশ কয়েক দফায় বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মওদুদ আহমদের কবর জিয়ারত করেন।
কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু মওদুদ আহমদের কবর জিয়ারত শেষে নিজের ফেসবুকে একস্ট্যাটাসে লেখেন, ‘আগেকার ঈদে আমাদের যাওয়া হতো মওদুদ স্যারের কাছ থেকে দোয়া পাওয়ার আশায়। আর আজকে যাওয়াহলো স্যারের জন্য দোয়া আর মাগফেরাতের জন্য প্রার্থনা করতে। যুগ যুগ ধরে মরহুম মওদুদ আহমদ নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন–কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
১৯৪০ সালের ২৪ মে নোয়াখালী জেলার কোম্পানগঞ্জ উপজেলায় ব্যারিস্টার মওদুদ আহমদের জন্ম। ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।