মোদি বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে নুরদের বিক্ষোভ
মোদি বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আজ শুক্রবার ঈদের দিন সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ছাত্র যুব, শ্রমিক পরিষদের প্রায় ২০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে ডাকসুর ভিপি ও ছাত্র, যুব শ্রমিক পরিষদের সমন্বয়ক নুর বলেন, ভারতের বিতর্কিত সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় আমাদের এখন পর্যন্ত ৫৩ জন সহযোদ্ধাদের কারাগারে আটক রেখেছে। গণতান্ত্রিক দেশে যেকোন সভা সমাবেশ, বিক্ষোভ করা নাগরিক অধিকার। কিন্তু এই বিনা ভোটের স্বৈরাচারী সরকারভিন্ন মত ও দলের নেতাকর্মীদের দমন নিপীড়ন করে যাচ্ছে।
নুর বলেন, আমার কোন নেতাকর্মীর যদি অপরাধ প্রমাণ করতে পারেন তাহলে স্বেচ্ছায় কারাবরণ করবো। আমরা ভয় পাওয়ার জন্য রাজপথে নামিনি।
আমাদের জেল জুলুম দিয়ে দমিয়ে রাখা যাবে না। বরং ৫৩ জন নেতাকর্মী আটক হওয়ায় সাধারণ মানুষের আরো ঢল এসেছেএই লড়াইয়ে। আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে অন্যথায় জনগণকে নিয়ে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামব।
ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, অবিলম্বে আমাদের আটক নেতাকর্মীদের জামিনে মুক্তি দিতে হবে।আমাদেরকে যতই হামলা,মামলা দমনপীড়ন করা হোক না কেন এতে আমরা মোটেও ভীত নয় বরং এই ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে, যতক্ষণ এই ফ্যাসিবাদের পতন না হবে।
সমাবেশে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, মোল্লা রহমতুল্লাহ, যুবপরিষদের যুগ্ম আহ্বায়ক অলক আহমেদ, সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, শ্রমিক পরিষদের আহবায়ক আব্দুর রহমান ও সদস্য সচিবআরিফ হোসেন এবং পেশাজীবি পরিষদের সমন্বয়ক এডভোকেট তৌফিক শাহরিয়ারসহ ঢাকা মহানগর এর অন্যান্য নেতৃবৃন্দ।
এর পূর্বে পরিষদের নেতা–কর্মীদের মুক্তির দাবিতে প্রধান বিচারপতি বরাবর আবেদন দিয়েছেন ড. কামাল হোসেন, ডা. জাফরুল্লাহ, মাহামুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, আধ্যাপক আসিফ নজরুল, রেহনুমা আহমেদ, শহীদুল আলম, জোনায়েদ সাকীসহ বিশিষ্ট ১৮ নাগরিক।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে মোদি আগমনের প্রতিবাদে ২৫শে মার্চ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভকরে ছাত্র যুব পরিষদ। এ বিষয়ে যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ২৫শে মার্চ মিছিল থেকে আমাদের ৩২জন আটক করে। পরবর্তীতে বিভিন্ন সময়ে আরো ২১ জন নেতাকর্মীদের আটক করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক হোন ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন। ৫৩ জনের মধ্যে মামলার এজহারের বাহিরেও গ্রেপ্তার করেছে ১৩ জন।যাদেরকে গ্রেপ্তারের পরে বিভিন্ন মামলায় আটক দেখানো হয়।