খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে: গণফোরাম

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাকে অবিলম্বে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন গণফোরাম নেতারা।

বুধবার (১২ মে) দলটির নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী অধ্যাপক . আবু সাইয়িদ এবং গণফোরামের মুখপাত্র সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য অন্যায় ভাবে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ।

বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলেনি। তার সঙ্গে প্রহসনের নাটক করা হচ্ছে।

যা স্বাধীন দেশে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com