পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে এম আসকির আলী‘র’ ঈদ শুভেচ্ছা।

0

মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটবাসী সহ দেশের সর্বস্তরের জনতাকে ঈদ শুভেচ্ছা  জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ( সহ সভাপতি) , সিলেট জেলাবিএনপি সাবেক যুগ্ম সম্পাদক, নিখোঁজ এম ইলিয়াস আলীর অনুজ এম আসকির আলী

গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন যে, ঈদ সব শ্রেণীপেশার মানুষের মধ্যেগড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে জর্জরিত সমগ্র বিশ্ব মানব সমাজ।

তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্যসম্প্রীতি, সহমর্মিতা ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন।পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণ ভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। তিনি আরো বলেন করোনা মহামারীর কারণে দীর্ঘমেয়াদী লকডাউন থাকায় কর্মহীন মানুষের জীবন যাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে। করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চসতর্ক এবং শারীরিক দুরত্ব বজায় রেখে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করুন। বিবেকের আহ্বানে সাড়া দিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের সুস্থতার জন্য দেশবাসী, দেশেবিদেশে সকলের কাছে দোয়ার জন্য আবেদন করছি l দেশবাসী এবং দেশেবিদেশে সকলের কাছে দোয়ার জন্য আবেদন করছি, প্রার্থনার জন্য বিশেষ অনুরোধ থাকলো  একজন নিখোঁজ মজলুম ইলিয়াস আলীর অক্ষত অবস্থায় ফিরে আসবার  জন্য l এম ইলিয়াস আলী আনসার আলী সহ গুম কৃত সকল মানুষ গুলো যাতে দ্রুত সুস্থ অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন এবং ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়, নেয়া হয় সে জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়ার জন্য আবেদন      করছি l ইলিয়াস আলী সহ গুম হওয়া মানুষ গুলোকে আপনাদের দোয়ায় বিশেষ ভাবে শরিক রাখবার জন্য বিনীত অনুরোধ থাকলো l ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তিসুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতা বোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনীগরিব ধর্মবর্ণগোত্র জাতিগোষ্ঠীসম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করিমানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখজরা l পবিত্র ঈদের দিনের বদৌলতে মুছে যাক সকল হিংসা, বিদ্বেষ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন l প্রতিষ্ঠিত হোক সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্য ভাতৃত্ববোধের সমন্বয়ে  একটা শান্তির সমাজ ব্যবস্থা l ফিরে আসুক মানবতা, ফিরে আসুক গণতন্ত্র, ফিরে আসুক সুস্থ পৃথিবী, ফিরে আসুক সুস্থ বাংলাদেশ l সর্বশক্তিমানের কাছে এই দোয়া প্রার্থনা রইলো সকল ধর্মবর্ণের মানুষের জন্য l সুখশান্তি সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। মানবতার জয় হোক l আল্লাহ আমাদের সকলের সহায় হোন l পবিত্র ঈদুল ফিতরের সংগ্রামী সালাম এবং অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সহ…….. এম আসকির আলী l

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com