সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা গ্রহণের লক্ষ্যে বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১০ মে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, ‘যেকোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকারের যদি মানবিক বিবেচনাবোধ থাকে তাহলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বয়স ও নানাজটিল রোগের কথা বিবেচনা করে তাকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়া উচিত।‘
প্রেস বিজ্ঞপ্তি