ওয়ার্ক ফ্রম হোমে মানসিক চাপ দূর করার উপায়

0

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এরইমধ্যে দেশে তিন দফা লকডাউন পালিত হচ্ছে। সময় অনেকেই ঘরে বসে অফিসের কাজ করছেন। যাকে বলে ওয়ার্ক ফ্রম হোম। তবে ঘরে বসে অফিসের কাজ করতে হবে, বিষয়টি মোটেও তেমন সুখকর নয়। কারণ এক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়।

এজন্য অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করায় মানসিক চাপে ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, ওয়ার্ক ফ্রম হোম বাড়াচ্ছে মানসিক চাপ।অনেকেই ঘর এবং অফিসের কাজে সমন্বয় আনতে পারছেন না। আর এতেই মানসিক চাপে পড়ছেন তারা।

বাড়ির সব কাজ সামলে, পরিবারের সবার মাঝে থেকে অফিস করা বা অফিসের কাজে মনোনিবেশ করাটা বেশ কষ্ট করই বটে।একদিকে অফিসের কাজের তাড়া অন্যদিকে সংসার নিজের ব্যক্তিগত কাজ সব কিছুই মানিয়ে চলতে হচ্ছে সময়।

সম্প্রতি কর্মীদের উপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে, অনলাইনে কাজ করার ফলে দৈনিক কাজের ঘণ্টাও বেড়েই চলেছে। যা বাড়িতে বসে কাজ করা কর্মীদের জন্য কঠিন হয়ে পড়ছে। কলিগদের অনুপস্থিতি, ঘরে কাজ করার পৃথক জায়গা না থাকা এবংবিশেষ করে ইন্টারনেট নেটওয়ার্কজনিত সমস্যায় নাজেহাল হতে হচ্ছে সবাইকে। এজন্য করণীয় কী জেনে নিন

>> মানসিক চাপ দুশ্চিন্তা নিয়ে কাজে বসবেন না। বাড়িতে বসে কাজ করলে প্রিন্টার বা অন্য়ান্য দরকারি জিনিস নাথাকতে পারে। সে বিষয় নিয়ে চাপ নিবেন না। ঘরে যা আছে তা দিয়েই মানিয়ে নিন।

>> ঘরে বসে অফিসের কাজ করার ফাঁকে ফাঁকে একটু হাঁটাহাঁটি করুন। এতে রিফ্রেশ হতে পারবেন। এক ঘেয়েমিতা কাটাতে গানও শুনতে পারেন।

>> অফিসে বেশি সময় অনলাইন থাকার দরকার পড়ে না। তবে বাড়িতে বসে কাজ করলে সবসময় অনলাইনেই থাকতে হয়।কাজ শেষ হওয়ার পর আপনি যথারীতি অফলাইনে চলে যেতে পারেন।

>> অফিসের কাজের সময় নিরিবিলি একটি ঘরে বসে কাজ করুন। অফিস টাইমের মধ্যে ঘরে কাউকে প্রবেশ কিরতে নিষেধ করবেন। এতে কাজে মনোযোগ ধরে রাখতে পারবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com