পরিবারে ‘মা’ হচ্ছেন এক স্বর্গীয় বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান

0

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক বাণী দিয়েছেন

বাণীতে তারেক রহমান বলেন, ”আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তাদের সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করি।

তিনি বলেন, ‘মাএই শব্দটির চাইতে প্রিয় শব্দ বোধ করি আর নেই। পরিবারের স্বাভাবিক বিকাশ সাধিত হয় জন্মদাত্রী মাকে ঘিরেই। পরিবারে মা হচ্ছেন এক স্বর্গীয় বিস্ময়কর প্রতিষ্ঠান। মহিয়সী মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যৎ নির্মাণ করে। আবহমান কাল ধরেই এই অমোঘ ধারা চলে আসছে।মাশব্দটি উচ্চারিত হওয়ার সাথে সাথে আমাদের হৃদয়ের মানসপটে ভেসে উঠেঅসীম, চিরন্তন, আত্মত্যাগ, ভালবাসার প্রতিচ্ছবি, এক মমতাময়ী প্রতিমূর্তি। সুমাতার সাহচার্য সন্তানের উৎকর্ষতা প্রকৃতমানবসত্ত্বার জাগরন ঘটায়, সন্তানের আত্মাকে করে নির্মল, স্বচ্ছ পবিত্র। নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন গ্রহণ করতে মায়েরা থাকেন সন্তানদের নিকট অনুকরণীয় দৃষ্টান্ত। মা হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যানিকেতন। সন্তানদের সুশৃঙ্খল, শিষ্ট সর্বক্ষেত্রে যোগ্য হয়ে গড়ে উঠার পিছনে থাকে একমাত্র মায়েদের অক্লান্ত অবদান। সুমাতার সাহচর্যে গড়ে ওঠা সন্তানই সমাজ রাষ্ট্রের সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।

তারেক রহমান আরও বলেন, রাষ্ট্রের গণতান্তিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণের ক্ষেত্রেগণতন্ত্রের মাদেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কেটেছে নিরবচ্ছিন্ন সংগ্রাম নিরলস পরিশ্রমে। তাঁর নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকার সময়নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল। এই মহিমান্বিত দিবসে আমি তাঁর রোগমুক্তি সুস্থতা কামনা করছি।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল মাদের প্রতি প্রত্যাশা জানিয়ে বলেন, আজকের দিনে আমার প্রত্যাশা সকল মাযেন তার সন্তানদের যোগ্য সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সক্ষম হন। বর্তমান দু:সময়ে সামাজিক অবক্ষয়ে জনজীবনে অন্ধকার নেমে এসেছে। নারীশিশুর ওপর নির্যাতনের হিড়িকে ভয়ানক নৈরাজ্যে সমাজে বিপজ্জনক পরিস্থিতি বিরাজমান।এমতাবস্থায় সন্তানকে নির্ভূল, সঠিক পথে পরিচালিত করতে পারে কেবল মাত্র সুমাতা। যাতে জাতির আগামী ভবিষ্যত উজ্জল থেকে উজ্জলতর হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com