খালেদা জিয়াকে নিয়ে সরকারের মন্ত্রীরা বিদ্রূপাত্মক কথা বলছে, যা খুবই দুঃখজনক: ফখরুল

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। কিন্তু সরকারের মন্ত্রীরা বিদ্রূপাত্মক কথা বলছে, যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার ( মে) অনলাইনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মন্ত্রীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা শালীনতা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলবেন। আজকের দিনটি শেষ কথা নয়, দয়া করে বিদ্রূপাত্মক কথা বলা থেকে বিরত থাকুন অন্যথায় ইতিহাস ক্ষমা করবে না।

খালেদা জিয়া বয়স্ক হওয়ায় কোভিডপরবর্তী চিকিৎসা ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা উদ্বেগের সঙ্গে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে জানান ফখরুল ইসলাম।

দলটির চেয়ারপারসনের বিদেশে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আবেদন করেছি। শুনেছি সেটা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সরকারে সিদ্ধান্তের আগে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com