মমতা ব্যানার্জি ও পশ্চিমবঙ্গের জনগণকে বিএনপির অভিনন্দন
নির্বাচনে জয়লাভের মধ্যদিয়ে তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যের জনগণকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।
রোববার (৯ মে) দুপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই অভিনন্দন বার্তার কথা জানান।
শনিবার (৮ মে) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভার বিষয়ে জানাতেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি বিধান সভার নির্বাচনে সাম্প্রদায়িক তাকে পরাজিত করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিকশ ক্তিকে বিজয়ী করায় পশ্চিমবঙ্গের অসাম্প্রদায়িক জনগণকে সভায় অভিনন্দন জানানো হয়। এ ছাড়াও এই নির্বাচনে নেতৃত্বদানকারী মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানানো হয়।’