বৈশ্বিক সংকট মোচনে বৃহত্তর সহযোগিতার আহ্বান চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার

0

যুক্তরাষ্ট্র, চীন রাশিয়ার শীর্ষ কূটনীতিকেরা গতকাল শুক্রবার বিশ্বজনীন সহযোগিতা বৃদ্ধি, বিশ্বের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভাবনীয় মহামারি জনিত সংকট মোচনে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা আহ্বান জানান।

তবে, বৃহত্তর সহযোগিতার বিষয়ে একমত পোষণ করলেও বহুপক্ষীয় হুমকির বেলায় কে দায়ী, সে ব্যাপারে তাঁরা ভিন্ন মত ব্যক্তকরেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ক্ষমতাধর তিন দেশের শীর্ষ কূটনীতিকেরা এই প্রথম ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং প্রথম যৌথ ভার্চুয়াল সম্মেলনে সভাপতিত্ব করেন মাসের পরিষদ সভাপতির দায়িত্বে থাকা ওয়াং ই।

মানবাধিকার গণতন্ত্র বিষয়ে বড় ধরনের মতপার্থক্য থাকা সত্ত্বেও তিন পররাষ্ট্রমন্ত্রী জানান, কোভিড১৯ সংকট, জলবায়ু পরিবর্তন সংঘাত বন্ধের মতো আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দুস্থ মানবতার সেবায় তাঁরা পারস্পরিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com