খালেদা জিয়ার জীবন সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন: রব
কোভিড ও অন্যান্য রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউতে স্থানান্তরের সংবাদে দেশবাসীসহ আমরাও উদ্বিগ্ন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল– জেএসডির সভাপতিআ স ম আবদুর রব।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট রাজনীতিবিদ খালেদা জিয়ার জীবন সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন। তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনে তাঁকে বিদেশে প্রেরণ করে সর্বোচ্চ চিকিৎসা সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।
রবের মন্তব্য, দেশবাসীর ন্যায় আমি আশা করছি, সরকার অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন সুরক্ষারপ্রশ্নে উন্নত চিকিৎসা নিশ্চিত করণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।