সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিসার আবেদন বিবেচনা করবে যুক্তরাজ্য
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিসার আবেদন বিবেচনা করবে যুক্তরাজ্য। যদিও প্রক্রিয়াগত কারণে ভিসা পেতে কিছুটা বিলম্ব হতে পারে। বর্তমানে ভিসা প্রক্রিয়া করার প্রতিষ্ঠান ভিএফএস বন্ধ আছে। রোববার কিংবা সোমবার ভিএফএস খোলা হবে। তারপর ভিসা প্রক্রিয়া হতে পারে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের একজন মুখপাত্র শুক্রবার গণমাধ্যমকে বলেন, কোনো ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে আমরা মন্তব্যকরি না। যদি খালেদা জিয়া ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে সেই বিষয়টি যুক্তরাজ্য সরকার বিবেচনা করে দেখবে।
এদিকে ভিএসএফের কার্যক্রম চালু করা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভিএফএস গ্লোবাল (বাংলাদেশ) লিমিটেডের কার্যক্রমকে জরুরি পরিষেবা হিসেবে বিবেচনা করে স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক অনতিবিলম্বে চালু রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী রবি বা সোমবার এ সংস্থা কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।