মানুষের অধিকার নিয়ে কথা বলায় অপরাধ হলে আমাকে গ্রেফতার করুন: ডাঃ জাফরুল্লাহ

0

মানুষের অধিকারে নিয়ে কথা বলা যদি অপরাধ হয়, আমিও সেই একই অপরাধে অপরাধী, আমাকেও গ্রেফতার করুন।

সোমবার ( এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সরকার বিরোধী আন্দোলনের সময় আটক ছাত্রদের ঈদের আগেই মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আটককৃত ওই ছাত্ররা কি কাউকে খুন করেছে, বলৎকার করেছে, চাঁদাবাজি বা ছিনতাই করেছে? তারা মানুষের অধিকারের কথা বলেছে, যৌক্তিক প্রতিবাদ করেছে। মানুষের অধিকারে কথা বলা যদি অপরাধ হয় আমিও সেইএকই অপরাধে অপরাধী। আমাকেও গ্রেফতার করুন।

তিনি আরও বলেন, ‘১৯৫২ সালে ছাত্ররা অধিকারের কথা বলেছে বলেই আমরা ভাষার অধিকার পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com