সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনের সব কর্মীরা করোনামুক্ত

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সব কর্মীরা করোনামুক্ত হয়েছেন।

আজ শনিবার ( মে) চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার বাসায় মোট জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে আগে জনের নেগেটিভ হয়। বেগম জিয়াসহ জন পজিটিভ ছিলেন। শুক্রবার সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই বাসায় এখন আর কারও করোনা পজিটিভ নেই।

বুধবার (২৮ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ননকোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জেড এম জাহিদ হোসেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com