করোনা মহামারির মধ্যেও দলীয় নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতন অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

0

শুক্রবার (৩০ এপ্রিল) দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘গত ২৮ এপ্রিল ভোরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের সিলেটের দক্ষিণ সুরমাস্থ তেতলী গ্রামের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীরা অগ্নি সংযোগ, গুলিবর্ষণ, হামলা, ভাঙচুর লুটপাট চালায়। এই ন্যাক্কার জনক ঘটনা ফ্যাসিবাদের চরম বহিঃপ্রকাশ। আওয়ামী লীগছাত্রলীগযুবলীগের বেপরোয়া এবং লাগামহীন পৈশাচিক দানবীয় কর্মকাণ্ডেএখন দেশবাসীর প্রতিটি মূহূর্ত অতিবাহিত হচ্ছে গভীর শঙ্কায়।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের মহামারিতে দেশবাসীর আতঙ্ক উদ্বেগের মধ্যেও বিরোধী দলের ওপর গণবিরোধী সরকারের সন্ত্রাসী বাহিনীর নির্যাতনের মাত্রার কোনো কমতি নেই, বরং তা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় সিলেটে বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতির বাড়িতে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে।

বিএনপি মহাসচিব অবিলম্বে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুল মালেকের সিলেটের গ্রামের বাড়িতে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.