জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক পরিচয় দিয়ে গর্ব ও স্বাচ্ছন্দবোধ করতেন: ফখরুল

0

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে সব সময় একজন শ্রমিক পরিচয় দিয়ে গর্ব স্বাচ্ছন্দবোধ করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান মে দিবস সামনে রেখে শুক্রবার বিএনপির সাংগঠনিক সম্পাদক দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের দুটো হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন। এদেশের শ্রমজীবী পরিশ্রমী মানুষের কল্যাণে তিনি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি নিজেও সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয়দিতে গর্ব স্বাচ্ছন্দবোধ করতেন।

বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বেতনভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণে পাঁচজন শ্রমিক নিহত কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হওয়ার ঘটনা সারাজাতিকে বেদনাহত করেছে।চলমান ভয়াবহ করোনা পরিস্থিতি এবং লকডাউনে অনেক শ্রমিককর্মচারী, দিনমজুর নিম্ম আয়ের মানুষ বেকার হয়ে পড়েছে, তারা অনাহার, অর্ধাহারে নিদারুন কষ্টে দিনযাপন করছে। কিন্তু এসব সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি।যার ফলে ভুক্ত ভোগীদের কষ্টের সীমা তীব্র মাত্রায় উপনীত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, শ্রমজীবীকর্মজীবী মানুষের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাদের অধিকার মর্যাদা সুরক্ষায় আমরা সর্বদা সচেতন দৃঢ়প্রতিজ্ঞ। সমাজ প্রগতির পতাকাবাহী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরাসংকল্পবদ্ধ। শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।আগামীতেও আমরা একইভাবে শ্রমজীবীকর্মজীবী মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com