কারাগারে করোনা ভাইরাসের সংক্রমণের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ বিএনপির

0

দেশের কারাগারে করোনা ভাইরাসের সংক্রমণের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকারধারণ করছে।

এমন পরিস্থিতিতে ধারণ ক্ষমতার চেয়েও কয়েকগুণ বেশি বন্দি থাকা কারাগারে স্বাস্থ্যবিধি মানা বা শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। যার ফলে কারাগার গুলো করোনা সংক্রমণের প্রবল ঝুঁকিতে আছে।

এরমধ্যে বেশ কিছু কারাগারে করোনায় বন্দিদের আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে একজনের মৃত্যু ঘটেছে বলেও সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, কারাগার গুলোতে চিকিৎসাসেবা ব্যবস্থাও অত্যন্ত নাজুক। এমতাবস্থায় বন্দির স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে বন্দি তাদের আত্মীয়পরিজনরা চরম উদ্বিগ্ন অবস্থায় আছেন।

সম্প্রতি সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিরোধী দলের কয়েকশনেতাকর্মীকে গ্রেফতার করে কারান্তরীণ রাখা হয়েছে। কারাগারে করোনা আরও বিস্তার লাভ করলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালতের চূড়ান্ত বিচারে চাঞ্চল্যকর মামলায় দোষীরা বাদে রাজনৈতিক কারণে বন্দি লঘুঅপরাধে কারান্তরীণ বন্দিদের মানবিক বিবেচনায় জামিন দেওয়া হলে করোনার ভয়াবহ পরিণতি থেকে বন্দিরা রক্ষা পেতেপারে। যেহেতু চূড়ান্ত বিচারের আগে কাউকেই দোষী বলা যায় না, সেহেতু বিনা বিচারে একজন নির্দোষ লোকও যদি করোনায়আক্রান্ত হয়ে মারা যায় তাহলে মৃত মানুষটির জীবন সরকার ফিরিয়ে দিতে পারবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশের জেলখানা গুলোতে করোনা মহামারি রোধে গুরুতর অপরাধে দণ্ডিত আসামিরা ছাড়া রাজনৈতিক বন্দি লঘুদণ্ডে দণ্ডিত অপরাধীদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক। সম্প্রতি সারাদেশ থেকে গ্রেফতারকৃত বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিরোধীদলের কয়েকশনেতাকর্মীর মুক্তি দাবি করছি। কারাগারে করোনা সংক্রমণ রোধে বিজ্ঞানসম্মত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। করোনার কারণে আদালতের কার্যক্রম সীমিত হওয়ায়অনেক বন্দির জামিন আবেদনের শুনানি হচ্ছে না। তাই বন্দিরা যাতে আইনগত ভাবে দ্রুত জামিন পেতে পারেন সেজন্য আদালতের বেঞ্চের সংখ্যা বাড়ানোরও আহ্বান জানাচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com