যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগ
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সিলেটের বাড়িতে সন্ত্রাসী হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। ভোরে আব্দুল মালিকের দক্ষিণ সুরমার তেতলী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে– এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়াও স্থানীয়রা জানান কেবল বিএনপির রাজনীতির সাথে সক্রিয় থাকায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিএনপি নেতা আব্দুল মালিকের নিজ বাড়িতে এ সন্ত্রাসী হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হয়েছে।
জানা যায় সিলেট জেলা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে তার তেতলী গ্রামের বাড়িতে এ হামলা চালায়।এ সময় তারা বাড়িতে ইটপাটকেল ছুঁড়ে। পরে বাড়ির বাইরে একটি স্থানে অগ্নি সংযোগ করে।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন– ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।