জিয়া পরিবারের সদস্যদের ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের পেছনে সরকারের মদদ আছে: ফখরুল

0

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের পেছনে সরকারের মদদ আছে দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ যাতেসত্য জানতে না পারে জন্য তাদের মদদপুষ্ট লোকজনই এসব অ্যাকাউন্ট থেকে মিথ্যা সংবাদ প্রচার করে। ডিজিটাল নিরাপত্তা আইন তৈরির মধ্যে দিয়ে সরকার চরমভাবে মানুষের স্বাধীনতা রুদ্ধ করে দিয়েছে। একইসঙ্গে সরকারি দলের লোকজন আইনে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করছে। এসময় হেফাজতের কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দল। বহুবার ক্ষমতাও গিয়েছে। আমরা সেই ভাবে কাজ করি, শান্তিপূর্ণ ভাবে কাজ করি। কিন্তু বিএনপির শীর্ষ নেতাদের হেফাজত ইসলামের বিভিন্ন ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টাকরা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com