দূর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে টিকা আনতে দিয়েছে সরকার: মির্জা ফখরুল
একটি দূর্নীতিগ্রস্ত কোম্পানিকে সুবিধা দিতে গিয়ে সরকার টিকা আমদানিতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর্থিক লাভের জন্য সরকার নিজে আমদানি না করে বেক্সিমকো ফার্মাকে করোনার টিকা আমদানির সুযোগ দেয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব।
আজ সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলর এ দাবি জানান।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু একটি কোম্পানিকে সুবিধা দিতে গিয়ে করোনার টিকা আমদানি করতে সরকার ব্যর্থহচ্ছে।‘ করোনায় সাধারণ মানুষ বিপর্যয়ে পড়লেও সরকারের টনক নড়ছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের অবস্থা তুলে ধরে এর দায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছেন তিনি।