বাঁশখালিতে গুলি করে শ্রমিক হত্যা করার ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন: জাফরুল্লাহ

0

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া শ্রমিককে পুলিশ গুলি করে হত্যা করায় ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন। ছাড়াও তিনি বলেন, নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা দিতে হবে, কারণ নিহত ১৮ বছরের শ্রমিকরা আরো ৪০ বছর বেঁচে থাকত। বেঁচে থাকলে অনেক আয় রোজগার করত। কয়লা বিদ্যুৎকর্তৃ পক্ষের তিন লাখ টাকা ক্ষতিপূরণ কিছুই নয়।

রোববার বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত এবং আহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন খাদ্য সহায়তা দিতে গিয়ে ডা: চৌধুরী এসব কথা বলেন।

ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার ১৬ বছরে যে উন্নয়ন করেছে তা গন্ডামারায় ভেসে উঠেছে। এত বড় প্রকল্প অথচ গন্ডামারায় রাস্তাঘাটের বেহালদশা। উন্নয়নের প্রতিচ্ছবি গন্ডামারার বেহাল রাস্তাঘাটে প্রকাশ পাচ্ছে।

সময় প্রকল্পে ঢুকতে বাধা দেয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাকে ঢুকতে বাধা দেয়নি। আমি স্বেচ্ছায় যায়নি। আমি শান্তি চাই, সংঘাত নয়। যেভাবেই হোক উন্নয়ন হলেই হলো। তবে পুলিশের গুলিতে শ্রমিক হতাহতের ঘটনায় বিচার হওয়া জরুরি।

সময় আরো উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, গণসংহতি পরিষদ আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ শাকী, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইসতিয়াজ আজিজ উলফাত, রাষ্ট্র চিন্তারসদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ব্যারিস্টার সাদিয়া আরমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু,ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com