আহমদ আবদুল কাদের-কে গ্রেফতারে লেবার পার্টির নিন্দা

0

২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব হেফজতে ইসলামের নায়েবে আমীর অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে আজ (শনিবার) সন্ধায় আগারগাঁয়ের বাসা থেকে গ্রেফতার করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মোঃ ফারুক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান খালেদ, এস এম ইউসুফ আলী, মোসলেম উদ্দিন, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, জহুরুল হক জহির, মোঃ আলাউদ্দিন আলী হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা।

আজ (শনিবার) রাতে এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার লকডাউনের নামে অঘোষিত কারফিউ জারি করে আলেম উলামাদের গনপ্রেফতারের অংশ হিসাবে ২০ দলীয় জোট নেতা অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে। আলেম উলামাদের গ্রেফতার নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগের পরিকল্পিত নীলনকশার খন্ডিত অংশ মাত্র। তারা বিরোধী রাজনৈতিক, সামাজিক ধর্মীয় নেতাদের ফ্যাসীবাদি কায়দায় মুখ বন্ধ করতে চায়। কারন আওয়ামী লীগ জনগনের ভোটে নির্বাচিত নয়, তারা জনগনের প্রতিপক্ষ।

লেবার পার্টির নেতৃবৃন্দ অবিলম্বে আহমদ আবদুল কাদের সহ হয়রানী মুলক মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকল আলেম ওলামে কেরাম রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান। বিজ্ঞপ্তী

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com