দ্বিতীয় দফা করোনা পরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নমুনা সংগ্রহ
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুনরায় করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে।শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ল্যাবএইডের টেকনোলজিস্ট সবুজ তার নমুনা সংগ্রহ করেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ১১ এপ্রিল প্রকাশিত রিপোর্টে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট ‘পজিটিভ’ আসে বলে জানানো হয়।
আইসিডিডিআর,বি ল্যাবরেটরিতে ১০ এপ্রিল তার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা হয়। এরপর আরটি পিসিআর পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করা হয়।
এরপর থেকে তিনি নিজ বাসাতেই ব্যক্তিগত চিকিৎসক দলের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।