করোনার সংক্রমণ প্রতিরোধে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের দাবি বিএনপির

0

করোনার সংক্রমণ প্রতিরোধে ভারতের সঙ্গে দেশের সবগুলো স্থলবন্দর বন্ধের দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘করোনার ভয়ঙ্কর প্রকোপে পর্যুদস্ত সেবা পরিস্থিতি। ইতোমধ্যে ভারত বিশ্বে সংক্রমণের হারে সবার ঊর্ধ্বে।দেশটিতে সংক্রমণ মারাত্মক, সেখানকার মারাত্মক পরিস্থিতি। আমি ভারতের বিষয়টি কারণে উল্লেখ করছি যে ভারতের সঙ্গে আমাদের এখনো প্রচুর পরিমাণ ব্যবসায়িক সম্পর্ক এবং স্থলপথে আমাদের নাগরিকদের যাতায়াত আছে। বিশেষ করে মেডিকেল ভিসা বা অন্যান্য কারণে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে পশ্চিম বাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে সেজন্য আমরা মনেকরছি স্থলপথে যে সীমান্তগুলো আছে এই সীমান্ত গুলো একেবারে বন্ধ করা দরকার।

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বলা হয়েছে বাইরে থেকে যারা বিমানে করে আসবেন তাদের মাত্র তিনদিন কোয়ারেন্টাইন করতেহবে এটা আমি বিশ্বের কোথাও শুনিনি।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ওই সমস্ত সিদ্ধান্ত গুলো আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com