খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দুস্থদের মাঝে মাংস বিতরণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দুস্থদের মাঝে মাংস বিতরণ করেছে বিএনপি।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম শেষে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ–সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ–দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ওলামা দলের আহ্বায়ক শাহ নেসারুল হকসহ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তাইফুল ইসলাম টিপু বলেন, ম্যাডামের সুস্থতা কামনায় সাত দিনব্যাপী কোরআন খতম ছিল। বিশেষ সদকা হিসেবে গরু ওছাগল জবাই করে গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।