আ.লীগ সরকারের নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ সর্বদায় আতঙ্কিত: ফখরুল

0

পবিত্র মাহে রমজানেও আওয়ামী সরকারের দানবীয় মূর্তি যেন আরওবিকট আকারধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্রাহ্মণবাড়িয়া, কেরানীগঞ্জ নরসিংদীসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে দিনেরাতে পুলিশের সাঁড়াশি অভিযান, জুলুমনির্যাতন গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বুধবার (২১ এপ্রিল) বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন এক অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে। জনগণেরনিকট জবাবদিহিতাহীন সরকারের প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠুর অমানবিক আচরণে দেশের মানুষ সর্বদায় আতঙ্কিত। আওয়ামী সরকার সারাদেশকে নরকপুরীতে পরিণত করেছে। ভোটারবিহীন সরকার দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সহযোগীসংগঠনের নেতাকর্মীদেরকে ধারাবাহিক ভাবে গ্রেফতার করছে, এই পবিত্র মাহে রমজানেও আওয়ামী সরকারের দানবীয় মূর্তি যেনআরও বিকট আকার ধারণ করেছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি যুগ্ম সম্পাদক মনির হোসেন থানা ওলামা দলের সহসভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপি কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান বিএনপি কর্মী তারেক সরকার ডালিমকে গ্রেফতারসহ দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে পবিত্র মাহে রমজান মাসে বিএনপির নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে পুলিশি গ্রেফতার অভিযান জুলুমনির্যাতনের ঘটনা সরকারের দানবীয় মূর্তিরই নগ্নবহিঃ প্রকাশ। করোনা ভাইরাসের মহামারিতে দেশবাসীর আতঙ্ক উদ্বেগের মধ্যেও বিরোধী দলের ওপর গণবিরোধী সরকারের জুলুমনির্যাতনের মাত্রার কোন কমতি নেই, বরং তা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

বিএনপি মহাসচিব আওয়ামী সরকারের দুঃশাসন থেকে দেশ দেশের মানুষকে বাঁচাতে দেশপ্রেমিক জনগণসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর চলমান জুলুমনির্যাতন গ্রেফতারি অভিযান বন্ধসহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি যুগ্ম সম্পাদক মনির হোসেন থানা ওলামা দলের সহসভাপতি মাওলানা আলাউদ্দিনএবং নরসিংদী জেলা বিএনপি কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান বিএনপি কর্মী তারেক সরকার ডালিম এর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com