জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ
রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবছরও সর্বনিম্ন ৭০ টাকা ছিল। আর ২ হাজার ২০০ টাকা ছিল সর্বোচ্চ।
বুধবার (২১ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায়এই হার নির্ধারণ করা হয়।
ইসলামী নিয়ম অনুযায়ী, এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে সামর্থ্য অনুযায়ী যেকোন একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে রোজার সময় গরিবদের মধ্যে বিতরণ করতে হয় মুসলমানদের।