করোনামুক্ত রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার আরও উন্নতি

0

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার পর শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

বুধবার (২১ এপ্রিল) তিনি বলেন, রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে।

তার অক্সিজেন স্যাচুরেশনও এখন ভালো। তাকে নরমালি যে অক্সিজেন দেওয়া হতো তা এখন প্রায় লাগছেই না।

চিকিৎসকরা আশা করছেন এভাবে উন্নতি হলে দুএকদিনের মধ্যে আর অক্সিজেন সাপোর্ট লাগবে না। তার ব্লাডপেশার ডায়াবেটিকসও এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সবমিলিয়ে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতেও পারছেন।

তুষার বলেন, প্রতিদিন তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এবং ব্যায়াম করানো হচ্ছে।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমেগেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। পরে উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com