শিমুল বিশ্বাস করোনামুক্ত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস করোনামুক্ত হয়েছেন।
গতকাল রবিবার করোনার নমুনা টেস্ট করলে রিপোর্ট ‘নেগেটিভ’ আসে বলে সোমবার (১৯ এপ্রিল) সকালে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি জানান, শিমুল বিশ্বাস করোনামুক্ত হলেও এখনও কাশি ও ঠান্ডা রয়ে গেছে। তার সিটিস্ক্যান করা হয়েছে। সেখানে রিপোর্ট ভাল এসেছে।
গত ৪ এপ্রিল থেকে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছেন শিমুল বিশ্বাস। এরপর তিনি করোনা টেস্ট করলে রিপোর্ট ‘পজিটিভ’ আসে।তখন থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
আশু রোগমুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।