শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

0

করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের মূল প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসাপত্রে আরেকটি ওষুধ যুক্ত করেছে তার চিকিৎসক টিম। একইসঙ্গে তার শারীরিক অবস্থা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে চিকিৎসক টিম।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে মেডিক্যাল টিমের সদস্য অধ্যাপক ডা. জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা গত বৃহস্পতিবার(১৫ এপ্রিল) গভীর রাতে ম্যাডামের সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট হাতে পেয়েছি। রাতেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান যিনি ম্যাডামের সবকিছু তদারকি করছেন তিনিসহ দেশবিদেশে ওনার মেডিক্যাল টিমের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পুরো রিপোর্টটি পর্যালোচনা করেছি।

সবার পরামর্শ নিয়ে আরেকটি ওষুধ যুক্ত করা হয়েছে। চিকিৎসায় যেসব ওষুধপত্র আগে দেওয়া হয়েছে তা ঠিক আছে।

তিনি জানান, সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্টেমিনিমাম ইনভোলমেন্টএর কথা বলা হয়েছে। যেটা সাময়িক রিপোর্টে বলাহয়েছিল।

আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে জানাতে চাই যে, সিটি স্ক্যানের ফাইন্ডিংস, সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি যেএটি অত্যন্ত মিনিমাম, নেগলিজিবল।

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে ডা. জাহিদ বলেন, গত বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। গুলশানের বাসা থেকে তাকে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ নিরাপত্তায় এভারকেয়ারে নিয়ে পরীক্ষা করিয়ে আবার গুলশানের বাসায় ফিরিয়ে আনা হয়। সময় তিনি দেশবাসীর কাছে তাররোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর প্রখ্যাতবক্ষব্যাধি মেডিসিনবিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com