আলেমদের গ্রেফতার নির্যাতনের পরিনাম শুভ হবে না: লেবার পার্টি
পবিত্র রমাজান মাসে আলেম–ওলামাদের অযথা হয়রানি, গ্রেফতার নির্যাতন করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন, আলেম ওলামাদের নির্যাতন নিপীড়নের পরিণাম শুভ হবে না। মিথ্যা ও হয়রানী মুলক সাজানো মামলায় পবিত্র রমজান মাসে অসংখ্য নিরীহ নিরাপরাধ আলেম ওলামা ও মুসল্লিদের গ্রেফতার করে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। এভাবে আলেমদের হয়রানী করলে দেশের সাধারন ধর্মপ্রান তৌহিদী জনতা লকডাউন উপেক্ষা করে আলেমদের মুক্তি ও মিথ্যা মামলা এবং হয়রানীর বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।
আজ (শুক্রবার) লেবার পার্টি প্রেরিত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের আলেম–ওলামাদের বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার ও মানহানিকর আচরণ করা হচ্ছে, এতে মনে হচ্ছে আলেম–ওলামারা কোনো ভিন্ন দেশের নাগরিক। বর্তমান একদলীয় সরকারআইন শৃংখলা বাহীনি ও সিভিল প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে বিরোধী মত ও পথের নেতা–কর্মীদের ফ্যাসীবাদি কায়দায় ঘায়েল করতে গিয়ে দেশটাকে একটি মৃত্যুপুরীতে পরিণত করছে।
নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত ওলামায়ে কেরামের উপর জেল–জুলুম নির্যাতন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার করার জোরদাবী জানান।