খালেদা জিয়া সহ নেতৃবৃন্দের রোগ মুক্তি কামনায় বার্মিংহাম—ওয়েষ্ট মীডল্যান্ড যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

0

আব্দুল হামিদ খান সুমেদ: কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসাবে এবং যুক্তরাজ্য যুবদলের নির্দেশনায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রীদেশ মাতা বেগম খালেদা জিয়া সহ অসুস্থ  দলের সকল নেতাকর্মিদের সুস্থতা কামনা করে বার্মিংহামওয়েষ্ট মীডল্যান্ড যুবদলের উদ্ব্যোগে অদ্য ১৩//২০২১ইং বাদ যোহর বার্মিংহাম,আষ্টনের মসজিদ নুর   দোয়া মাহফিল অনুষ্টিত হয় সংগঠনেরসভাপতি মোঃ মুদাচ্ছির খাঁন এবং সাধারণ সম্পাদক মোঃ চুনু মিয়ার তত্বাবধানে দোয়া মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিতছিলেন বার্মিংহামওয়েষ্ঠ মীডল্যান্ড বি এন পির সিনিয়র সহ সভাপতি হরমুজ আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, যুগ্মসম্পাদক গোলজার আহমদ ফয়ছল, সাংগঠনিক সম্পাদক  মুজিবুররহমান চৌঃ, বার্মিংহাম বি,এন,পির সাংগঠনিক সম্পাদক ছমির আলী ,ওয়েষ্টমীডল্যান্ড বি,এন,পির সহ সভাপতি সফিক আলী , যুক্তরাজ্য যুবদলের সহ সাহিত্য প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান সাহিন,    বার্মিংহাম যুবদলের সাধারণ সম্পাদক  রাসেল আহমদ, বার্মিংহামওয়েষ্ট মীডল্যান্ড যুবদলের সহসভাপতি হোসাইন আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিয়াদ রহমান, সহ সাধারণ সম্পাদক মাসুক মিয়া, দপ্তর সম্পাদক শাহ ইমরান হোসেন, সহ দপ্তর সম্পাদক হেদায়েত হোসেন নাহিদ, সিনিয়র সদস্য মাসুক মিয়া , চমক আলী , জুয়েল আহমদ, রেজওয়ান আহমেদ , শাহ জালাল হোসাইন ,প্রমুখ  দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফিজ হোসাইন আহমদ , অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালাগন্জওসমানী নগর গরিব কল্যান ট্রাষ্ঠের সভাপতি হাজি আব্দুল অদুদ ,

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com