সাবেক জামায়াত আমীর মকবুল আহমাদের মৃত্যুতে বিএনপির শোক
জামায়াতে ইসলামী বাংলাদেশ–এর সাবেক আমীর মকবুল আহমাদের মৃত্যুতে বিএনপিসহ শরিক দলের পক্ষ থেকে গভীর শোকও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মকবুল আহমেদ বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জন অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার পুণ:প্রতিষ্ঠার আন্দোলনে তার অগ্রণী ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি একজন ইসলামী চিন্তাবিদ ছিলেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক–সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।