মুক্তিযুদ্ধের ইতিহাস কুক্ষিগত করেছে আওয়ামী লীগ: আ স ম রব

0

জাতীয় সমাজ তান্ত্রিক দলজেএসডি সভাপতি আবদুর রব বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করেছে আওয়ামীলীগ।৭১এর মুক্তিযুদ্ধের সময়ও আমরা দেখেছি পাকিস্তান সরকারকে টিকিয়ে রাখার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করেছিল। এখনোএকটি মহল ঠিক একইভাবে চেষ্টা করছে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদী সরকারের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান জেএসডি সভাপতি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল জেএসডি আয়োজিতঐতিহাসিক প্রবাসী সরকারের ভূমিকা প্রস্তাবিত প্রজাতন্ত্রদিবসশীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

রব বলেন, সাম্য, মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্রীয় রাজনীতির আমূল সংস্কার করে অংশীদারিত্ব ভিত্তিক শাসনব্যবস্থা প্রবর্তন করতে হবে। লক্ষ্যে স্বাধীনতার ঘোষণাপত্রই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের সুনির্দিষ্ট দার্শনিক ভিত্তি।

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ কিংবা কোনো আদর্শিক সংগ্রাম কারও একক কৃতিত্বে সম্পন্ন হতে পারে না। স্বাধীনতা  জাতীয় মুক্তিসংগ্রামে যাদের অসামান্য অবদান রয়েছে তাদের সরকার সামান্য মর্যাদা দিতেও কুণ্ঠাবোধ করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com