এবারের সম্মেলন হবে সাদামাটা: নানক
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন জাঁকজমক নয়, সাদামাটাভাবেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও কোনো প্রকার সাজসজ্জা হবে না। আমাদের মূল আয়োজন হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে। এবারের সম্মেলনে সব মিলিয়ে ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনে নতুন নেতৃত্ব নিয়ে নানক বলেন, ‘শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নয়, সংগঠনের পুরো কমিটিতে যাতে কোনো ভাবেই বিতর্কিত কেউ স্থান না পায় সে বিষয়ে কেন্দ্রীয় নেতারা সতর্ক রয়েছেন।