প্রিন্স ফিলিপ তরুণদের উন্নতি ও বিকাশে অনেক অনুকরণীয় কাজ করে গেছেন: মির্জা ফখরুল
বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ পরলোকগমণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীরশোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ এর মৃত্যুতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি, বাংলাদেশের জনগণ এবং আমার নিজেরপক্ষ থেকে বৃটেনের মহামান্য রানী, রাজপরিবার ও জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে সারা বিশ্ব বিশেষ করেকমনওয়েলথ ভুক্ত দেশ সমূহ একজন বিশ্বস্ত বন্ধুকে হারালো।
তিনি বলেন, নৌবাহিনীর একজন দক্ষ সাবেক কমকর্তা হিসেবে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুচারুরুপে পালনকরে গেছেন। রানীর স্বামী হিসেবে তিনি তাঁর স্ত্রীর দায়িত্ব পালনে পাশর্^সহচর হিসেবে সবসময় বলিষ্ঠ সমর্থন দিয়েছেন।
ফখরুল বলেন, ব্রিটেনের সমাজকে অধিকতর সংবেদনশীল, সুষম, মানবিক ও ন্যায়ভিত্তিক করতে তিনি নিরলস ভাবে কাজ করে গেছেন। এছাড়া, বন্য প্রাণী ও পরিবেশ সংরক্ষণ এবং তরুণদের উন্নতি ও বিকাশে অনেক অনুকরণীয় কাজ করে গেছেন।
এসময় প্রিন্স ফিলিপের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”